সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বের জটিল পরিস্থিতি এবং প্রযুক্তিনির্ভর যুদ্ধপরিস্থিতিতে সামরিক বাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সৈয়দপুর সেনানিবাসে অনুষ্ঠিত বাৎসরিক অধিনায়ক সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান ইএমই কোরের সব সদস্যদের উদ্দেশ্যে এ আহ্বান জানান। তিনি প্রত্যেক সদস্যকে দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য উৎসাহিত করেন এবং বলেন, কোরের দক্ষতা ও প্রস্তুতি সামরিক বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসিএন্ডএস) অনুষ্ঠিত এই সম্মেলনে ইএমই কোরের ইউনিটগুলোর অধিনায়ক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে সেনাবাহিনী প্রধান কোরের উন্নয়ন, আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, প্রতিটি ইউনিটের পরিকল্পনা, প্রশিক্ষণ এবং প্রস্তুতি একত্রিতভাবে সেনাবাহিনীর সার্বিক সক্ষমতা নিশ্চিত করে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও কৌশলগত চিন্তাধারার সঙ্গে মিলিত প্রশিক্ষণ অভিজ্ঞতা অর্জন করলে একবিংশ শতাব্দীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
এছাড়া তিনি জোর দেন, কোরের সদস্যরা তাদের দায়িত্বের প্রতি সর্বোচ্চ নিষ্ঠা ও সততা প্রদর্শন করবেন। সম্মেলনে সেনাবাহিনী প্রধান দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিটি ইউনিটের অবদানকে গুরুত্বারোপ করেন এবং বললেন, দক্ষ ও প্রশিক্ষিত সেনা নিশ্চিত করবে দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা।
সিএ/এমআরএফ


