ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় কোনো নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত কুরিয়ার সার্ভিসের স্তূপে শর্ট সার্কিট থেকে। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে তদন্ত কমিটি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৮ অক্টোবর দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া উঠতে শুরু করে এবং দ্রুত পরিবেশে ছড়িয়ে পড়ে। ধোঁয়ার মাত্রা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এবং তা ৫-৬ কিলোমিটার দূর থেকেও দেখা যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বিমান ওঠানামা স্থগিত ঘোষণা করে। অগ্নিনির্বাপণে বাংলাদেশ বিমান, সেনা ও নৌবাহিনী একযোগে কাজ করে। প্রায় ২৭ ঘণ্টা চলা তৎপরতার পর কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে কার্গো ভিলেজে থাকা পণ্য ও সামগ্রীর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ঘটনার সঙ্গে কোনো দুষ্কৃতিকারীর সংশ্লিষ্টতা বা নাশকতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ করেছে।
সিএ/এমআরএফ


