যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসীরা পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এই কার্যক্রম আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।
নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া দেশগুলো হলো– যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো, কিউবা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, পানামা, হন্ডুরাস, হাইতি, নিকারাগুয়া, গুয়াতেমালা, ডমিনিকান রিপাবলিক, কোস্টারিকা ও বাহামা দ্বীপপুঞ্জ।
বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন কার্যক্রমও ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।
এটি বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রথমবারের মতো প্রবাসী নাগরিকদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা। নিবন্ধন চলাকালীন ২৪ ঘণ্টা সহায়তা প্রদানের জন্য নির্বাচন কমিশন হেল্প ডেস্কও চালু করেছে।
প্রবাসীরা হোয়াটসঅ্যাপ ও ইমুতে সহায়তা নিতে পারবেন এসব নম্বরে: +8801335149920, +8801335149923-32, +8801777770562; বোটিম নম্বর: +8801335149927, +8801335149929-30, +8801777770562।
সিএ/এমআরএফ


