দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, দেশের জনগণ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন সেনাবাহিনী যথাযথভাবে সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে যাতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিনি মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনাসদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।
সিএ/এমআরএফ


