মিয়ানমারের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে নতুন বৈশ্বিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত সভায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে প্রস্তাবটি তোলে এবং ১০৫টি দেশ এতে সমর্থন জানায়।
২০১৭ সাল থেকে প্রতি বছর গৃহীত হওয়া এই প্রস্তাবে রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অবসান, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ এবং তাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতের দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে টেকসই আন্তর্জাতিক সম্পৃক্ততার আহ্বান জানানো হয়।
প্রস্তাব গ্রহণের পর বাংলাদেশ প্রতিনিধিদল গভীর হতাশা ব্যক্ত করে বলে, গত আট বছরে রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো বাস্তব অগ্রগতি হয়নি। তারা স্পষ্ট জানিয়ে দেয়—বাংলাদেশ আর ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বোঝা বহন করতে সক্ষম নয়। তাই দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর ওপর জোর দেওয়া হয়।
সিএ/এমআরএফ


