রাজধানীর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তে প্রথমবারের মতো দেশে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল। আগামী ৫ ডিসেম্বর বিশেষজ্ঞরা বাংলাদেশে পৌঁছাবেন এবং ৭ ডিসেম্বর থেকে শনাক্তকরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রবিবার সকালে রায়েরবাজার গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, শহীদদের পরিচয় নিরূপণের জন্য সেখানে অস্থায়ী মর্গ স্থাপন করা হবে। দেশি ও বিদেশি ফরেনসিক টিমের যৌথ ব্যবস্থাপনায় শনাক্তকরণ প্রক্রিয়া পরিচালিত হবে এবং সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সবকিছু তদারকি করবে।
তিনি জানান, সরকার চায়—জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া প্রতিটি ব্যক্তির পরিচয় বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা হোক। শনাক্তকরণ সম্পন্ন হলে শহীদ তালিকায় আনুষ্ঠানিকভাবে তাদের নাম যুক্ত করা হবে।
পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া শেষে উপদেষ্টা বলেন, শহীদদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের প্রতি গভীর শ্রদ্ধার প্রতিফলন।
সিএ/এমআরএফ


