রাজধানী ঢাকা ও আরও তিন জেলায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর এবং মাদারীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা।
সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং রাজধানীর ভেতরে ও বাইরের সড়কে বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করে। এসব ঘটনার পরই জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি আরও কড়া করা হয়েছে বলে জানানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবির উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।
সিএ/এমআরএফ


