একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট আয়োজনের বিষয়ে এখনই মত দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানার পর কমিশনে বিস্তারিত আলোচনা করে পরে মতামত জানানো হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো জানলে তখন আমরা বিচার-বিশ্লেষণ করে কমিশনে বসে আলাপ-আলোচনা করে একটা মতামত দিতে পারব। এখনই কিছু বলা যথার্থ হবে না।”
সিইসি আরও বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণটি আমি এখনো শুনতে পারিনি। আমি মিটিংয়ে ছিলাম। তাই উনি কী বলেছেন, কীভাবে বলেছেন—এই তথ্যগুলো না জেনে মন্তব্য করা সঠিক হবে না।” তিনি যোগ করেন, “যখন আমরা আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি পাব, তখন কমিশন আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।”
এদিন দুপুরে জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা বা চ্যালেঞ্জ তৈরি হতে পারে কিনা—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “একই দিনে দুটি ভোট আয়োজনের বিষয়টি জটিল হতে পারে, তবে এখনই কোনো মতামত দেওয়া যুক্তিযুক্ত নয়। প্রথমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানতে হবে।”
ইসি সূত্রে জানা গেছে, কমিশন শিগগিরই এ বিষয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবে। তখন ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা এবং গণভোটের প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।
সিএ/এমআরএফ


