নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন বা সমর্থকরা যদি দেশের কোথাও বিক্ষোভ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সমর্থকরা এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন— এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়।”
তিনি আরও লিখেন, “তারা মনে করছেন, দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।”
শফিকুল আলম তার পোস্টে বলেন, “জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন, এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়— এটি জুলাই, চিরদিনের জুলাই।”
তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন, নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর কার্যক্রম রোধে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানও এই বক্তব্যের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের এই কড়া অবস্থান মূলত রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার বার্তা বহন করছে। তবে একই সঙ্গে এ ধরনের সতর্ক বার্তা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।
সিএ/এমআরএফ


