চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’। শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে জাহাজটি এসে পৌঁছায়।
পাকিস্তান নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজা। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার ও নৌবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা জাহাজকে উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি ও নৌবাহিনীর স্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি জাহাজটিকে স্বাগত জানায়। দুই দেশের নৌবাহিনীর মধ্যে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ অভ্যর্থনা ঐতিহ্যগতভাবে বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চার দিনের সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে। সফরের সময় বিভিন্ন যৌথ কর্মসূচি ও交流মূলক কার্যক্রমের আয়োজন করা হবে, যার মধ্যে রয়েছে নৌকায় প্রদর্শনী, নৌবাহিনী কর্মকাণ্ড পরিদর্শন এবং অফিসার ও ক্রুদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়।
দুটি দেশ নৌনিরাপত্তা, জলসীমার নিরাপত্তা এবং প্রশিক্ষণমূলক সহযোগিতাকে আরও জোরদার করার জন্য এই ধরণের সৌহার্দ্য সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে।
সিএ/এমআরএফ


