বাংলাদেশে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যক্রম চালু হবে। এই প্রযুক্তি অবৈধ বা ক্লোন আইএমইআই হ্যান্ডসেট শনাক্ত, মোবাইল ফিনান্সিয়াল সেবায় প্রতারণা প্রতিরোধ এবং দেশের রাজস্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
নতুন সিস্টেমের মাধ্যমে শুধুমাত্র বৈধভাবে আমদানি করা বা অনুমোদিত মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হবে। গ্রাহকরা হ্যান্ডসেট কেনার আগে তা যাচাই করতে পারবেন।
নতুন হ্যান্ডসেটের নিবন্ধন প্রক্রিয়া:
- মেসেজ অপশনে লিখুন:
KYD<space>১৫-ডিজিটের আইএমইআই নম্বর - পাঠান ১৬০০২ নম্বরে
- ফিরতি মেসেজে হ্যান্ডসেটের বৈধতা জানানো হবে
বিদেশ থেকে আনা বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটের নিবন্ধন:
- neir.btrc.gov.bd এ গিয়ে একাউন্ট তৈরি করুন
- Special Registration সেকশনে আইএমইআই নম্বর দিন
- প্রয়োজনীয় ডকুমেন্ট (পাসপোর্ট, ক্রয় রশিদ, শুল্ক প্রমাণ ইত্যাদি) আপলোড করুন
- বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে; অবৈধ হলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে
বিদ্যমান হ্যান্ডসেটের অবস্থা যাচাই:
- *১৬১৬১# ডায়াল করুন
- হ্যান্ডসেটের ১৫-ডিজিট আইএমইআই নম্বর লিখে পাঠান
- ফিরতি মেসেজে হ্যান্ডসেটের বর্তমান অবস্থা জানানো হবে
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
- বিক্রি বা হস্তান্তরের সময় সিটিজেন পোর্টাল, মোবাইল অপারেটর, অ্যাপস বা *১৬১৬১# মাধ্যমে ডি-রেজিস্ট্রেশন করা যাবে
- হ্যান্ডসেটের সিম অবশ্যই নিজ এনআইডিতে নিবন্ধিত থাকতে হবে
চুরি বা হারানো হ্যান্ডসেট ব্লক:
- সিটিজেন পোর্টাল, মোবাইল অ্যাপস বা কাস্টমার কেয়ার থেকে যেকোনো সময়ে লক/আনলক করা যাবে
উৎপাদন/আমদানিকারক ও বিক্রেতার দায়িত্ব:
- কমিশনের অনুমোদিত ফর্ম্যাটে আইএমইআই নিবন্ধন বাধ্যতামূলক
- নকল আইএমইআই যুক্ত হ্যান্ডসেট বিক্রি করতে পারবে না; তা নেটওয়ার্কে সংযুক্ত হবে না
সেবা সংক্রান্ত তথ্য:
- বিটিআরসির হেল্পডেস্ক ১শ বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১ এ যোগাযোগ করা যাবে
সিএ/এমআর


