সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রকল্প বাতিলের বিষয়ে সরকার ব্যাখ্যা দিয়েছে। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল, সারাদেশের ২,৫০০টি ক্লাস্টারে সমসংখ্যক শিক্ষক নিয়োগ দেয়া হবে। তবে সচিব কমিটি জানিয়েছে, এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে প্রাথমিক পর্যায়ে কার্যকর সুফল পাওয়া সম্ভব নয় এবং এতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে।
বর্তমানে দেশে ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ক্লাস্টারভিত্তিক নিয়োগ বাস্তবায়িত হলে একজন শিক্ষককে ২০টির বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হতো, যা নিয়মিত শ্রেণিকাজ পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করবে। তাই প্রস্তাবটি বাতিল করা হয়েছে।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে পর্যাপ্ত অর্থের সংস্থান তৈরি হলে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষকের পদ সৃজন এবং নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
সিএ/এমআরএফ


