বাংলাদেশ পুলিশ আগামী ১৫ নভেম্বর থেকে তাদের সদস্যদের জন্য নতুন পোশাক চালু করতে যাচ্ছে। নতুন পোশাক প্রথমে মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যদের জন্য প্রবর্তিত হবে, যার রঙ লৌহবর্ণ এবং ডিজাইন আধুনিক ও স্বতন্ত্র।
সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই নতুন ইউনিফর্ম প্রথমে ব্যবহার শুরু করবে। পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরাও এটি গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, ‘লৌহবর্ণ ও স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা এটি পরিধান শুরু করবেন।’
বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ইউনিফর্মের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত ২০২৫ সালের ২০ জানুয়ারি অনুমোদিত হয়। এটি জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গৃহীত একটি বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ।
নতুন পোশাকের মূল উদ্দেশ্য হলো পুলিশ বাহিনীকে একটি আধুনিক, স্বচ্ছ এবং জবাবদিহিতার প্রতীক হিসেবে নতুন পরিচয় প্রদান করা। এর মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে পুলিশি সম্পর্ক আরও সুদৃঢ় ও পেশাদারী হবে বলে আশা করা হচ্ছে।
সিএ/এমআর


