আগামী ১২ অক্টোবরের দিক থেকে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল দিয়ে মৌসুমি বায়ুর বিদায় প্রক্রিয়া শুরু হবে। ধাপে ধাপে তা দেশের অন্যান্য অঞ্চল থেকেও বিদায় নেবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৩ অক্টোবরের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগ দিয়ে বর্ষার বিদায় শুরু হতে পারে। এরপর ১৩ থেকে ১৪ অক্টোবরের মধ্যে খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মৌসুমি বায়ু বিদায় নেবে। সবশেষে চট্টগ্রাম বিভাগ থেকে ১৫ থেকে ১৬ অক্টোবরের মধ্যে সম্পূর্ণভাবে বর্ষার বিদায় ঘটবে।
এ সময় দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সাময়িকভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। সংস্থাটি জানিয়েছে, ২৫ অক্টোবর পর্যন্ত দেশে কোনো লঘুচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই।
মৌসুমি বায়ু বিদায়ের পর দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা যাবে বলে জানিয়েছে বিডব্লিউওটি। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক পার্থক্য তৈরি হবে—দিনে গরম অনুভূত হলেও রাতে আবহাওয়া হয়ে উঠবে ঠান্ডা ও আরামদায়ক।
সংস্থাটি সতর্ক করেছে, দিনের গরম ও রাতের ঠান্ডার এই তারতম্যের কারণে সর্দি, কাশি ও জ্বরের মতো মৌসুমি অসুস্থতা বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হতে পারেন। তাই এই সময়ে সকলের যত্ন নেওয়া ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।
সিএ/এমআর