দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ সময় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৪ অক্টোবর) সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক সতর্কতা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় উল্লিখিত তিন বিভাগে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং সর্বোচ্চ ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সিএ/এমআরএফ