স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সেনাবাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ-কে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদোন্নতি ও নিয়োগ
ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে দুই-তারকা জেনারেল পদে উন্নীত হওয়ার পরপরই মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদকে এ নতুন দায়িত্ব দেওয়া হলো। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে প্রেষণে চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
চা বোর্ডের ভূমিকা
বাংলাদেশ চা বোর্ড দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, যা দেশের চা শিল্পের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, গবেষণা এবং রপ্তানি সম্প্রসারণে কাজ করে থাকে। নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদের নেতৃত্ব চা শিল্পে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।


