Home বাংলাদেশ জাতীয় পোল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

পোল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

0
পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার কাছে পরিচয়পত্র পেশ করেছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম। ছবি : সংগৃহীত

পোল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত ময়নুল ইসলাম
পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম দেশটির রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার কাছে তাঁর আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। গত বুধবার (২ জুলাই) পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এই পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, অনুষ্ঠানে রাষ্ট্রদূত ময়নুল ইসলামকে পোল্যান্ডের সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদা রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনাকালে পোল্যান্ডের রাষ্ট্রপতি বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। জবাবে রাষ্ট্রদূত ময়নুল ইসলাম বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পোলিশ প্রেসিডেন্টের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তিনি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, মানবসম্পদ, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতি গুরুত্ব দেবেন। এ সময় তিনি ঢাকায় পোল্যান্ডের একটি দূতাবাস পুনরায় চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।

পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত ময়নুল ইসলাম পোল্যান্ডের বীরত্বপূর্ণ ইতিহাস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘Tomb of the Unknown Soldier’-এ পুষ্পস্তবক অর্পণ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version