নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখাতে পুলিশের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের দুই আমলি আদালতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
তিনি জানান, ফতুল্লা থানার চারটি হত্যা মামলা বিচারক সেলিনা খাতুনের আদালতে এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার মামলার শুনানি বিচারক মাইমানাহ আক্তার মনির আদালতে অনুষ্ঠিত হয়। শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইভী। আওয়ামী লীগের চলমান ‘লকডাউন’ কর্মসূচির কারণে গত বৃহস্পতিবারের শুনানি পিছিয়ে গিয়ে আজ অনুষ্ঠিত হয়।
গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই আইভী ছয় মাস ধরে কাশিমপুর কারাগারে আছেন। পরবর্তীতে আরও চারটি মামলায় তাকে “শ্যোন অ্যারেস্ট” দেখানো হয়। যদিও গত ৯ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ পাঁচ মামলায় জামিনের আদেশ দিয়েছিল, পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, কোনো মামলার এজাহারেই আইভীর নাম নেই এবং গ্রেপ্তার আসামিদের কেউই তাঁর সম্পৃক্ততার কথা বলেনি। তাঁর দাবি, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তড়িঘড়ি করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কেবল কারামুক্তি বিলম্বিত করতে। এ বিষয়ে তারা শিগগিরই উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সিএ/এমআরএফ


