ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া ওরফে মোনামী সোমবার (৩ নভেম্বর) সকালে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর কয়েকজন সদস্য।
মোনামী অভিযোগ করেছেন, তার একটি ছবিকে বিকৃত করে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি ঘটিয়েছে এবং মানসিকভাবে কষ্ট দিয়েছে। এজাহারে বলা হয়, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত তার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে। ২ নভেম্বর বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা দেখতে পান।
মোনামী উল্লেখ করেছেন, এভাবে ক্রমাগত ছবি এডিট করে পোস্ট করার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব করেছেন। এজাহারে তিনি উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।
সিএ/এমআরএফ

                                    
