ঢাকার মেট্রো প্রকল্পে একটি দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। একইসঙ্গে আদালত মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলে বলা হয়েছে, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি যৌক্তিক কি না তা বিচার করা হবে। এছাড়া, দুর্ঘটনার সঙ্গে জড়িত যে কোনো অব্যবস্থাপনা বা ত্রুটি শনাক্ত করতে কমিটিকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে।
আদালত নির্দেশ দিয়েছেন, কমিটি দুর্ঘটনার কারণ, মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অবহেলা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সুপারিশ করতে হবে। আদালতের এই রুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।
মেট্রো প্রকল্পের এই দুর্ঘটনা দেশের জনসাধারণের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দায়বদ্ধ কর্তৃপক্ষের ওপর নজরদারি বাড়িয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই রুলের মাধ্যমে প্রাথমিকভাবে নিহতের পরিবারের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা নির্ধারণ করা সম্ভব হবে।
সিএ/এমআর


