রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদেরকে গ্রেপ্তার করেছে। এ সময় আরও ৮ নেতা ও কর্মীকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা ও কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।
এর আগে বুধবার ডিবি রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। মুহাম্মদ তালেবুর রহমান উল্লেখ করেন, রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীদের এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সিএ/এমআর


