চাঁদপুর সদর উপজেলার বখরপুরস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার আদর্শ একাডেমি-তে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘দোয়া ও সবক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি ও চাঁদপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহজাহান খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলী আহম্মদ মাস্টার, আব্দুল হালিম মিয়া এবং দাতা সদস্য হারুন রশীদ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নতুন বছরের পাঠদান শুরুর দোয়া ও সবক প্রদান। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান।
২০০১ সাল থেকে স্কুল ও মাদ্রাসা সিলেবাসের এক অনন্য সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে এই একাডেমিটি। বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৬০ জন শিক্ষার্থী এখানে অধ্যায়ন করছে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ৮ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার নিবিড় তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি তার সাফল্যের ধারা বজায় রেখেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আবদুল্লাহ আল মামুন (সহকারী প্রধান শিক্ষক)সিয়াম খান (সহকারী শিক্ষক)ফারুক খান (সহকারী শিক্ষক)আসমা আক্তার (সহকারী শিক্ষিকা)শামসুন্নাহার শিমু (সহকারী শিক্ষিকা)আখি আক্তার (সহকারী শিক্ষিকা)
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সবশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর
সিএ/জেএইচ


