চাঁদপুর শহরের কোর্ট স্টেশন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে কাঁচা পণ্যের সাথে বাসি খাবার রাখার অপরাধে এ দণ্ড প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন দেখা যায়, কোর্ট স্টেশন এলাকার ‘ঢাকা হোটেল’ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করছে। এছাড়া ফ্রিজে কাঁচা মাংস বা সবজির সাথে রান্না করা বাসি খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। একই সাথে হোটেলের কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান,নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এলাকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে। অধিদপ্তর থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর
সিএ/জেএইচ


