চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) পরিচালিত এই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং উৎপাদন তারিখবিহীন খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে এই দণ্ড প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী অপরাধের ধরনভেদে প্রতিষ্ঠানগুলোকে নিম্নোক্ত জরিমানা করা হয়।
চিটাগং বেকারি: উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ২০,০০০ টাকা।স্বাদ বেকারি: একই অপরাধে ৫,০০০ টাকা।আদর্শ ফার্মেসী: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৩০,০০০ টাকা।মেসার্স শাহা মেডিকেল হল: মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ২০,০০০ টাকা।বেঙ্গল মেডিকেল হল: মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ১৫,০০০ টাকা।
“ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি ও অধিকার নিশ্চিতে আমাদের এই নিয়মিত তদারকি চলমান থাকবে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের ভুল স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করেছে।” — আব্দুল্লাহ আল ইমরান, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান চলাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করেন। শুধু জরিমানা নয়, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন দোকান পরিদর্শন করা হয় এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর
সিএ/জেএইচ


