সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে ঘোড়ার মাংস পাচারকালে দুই মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা সময় কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের সাউটতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

অভিযানকালে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ৭ বস্তা (আনুমানিক ৩৫০ কেজি) ঘোড়ার মাংস জব্দ করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম (৩৩), বগুড়া জেলার গাবতলী থানার বাগবাটি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলেকে ১৫ হাজার টাকা এবং মো. তারেক (৩৮), গাজীপুর জেলার কোনাবাড়ী থানার পেয়ারা বাগান এলাকার মৃত আবু মিয়ার ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ২৫ হাজার টাকা।
অভিযানে কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগাছা উপজেলা থেকে ঘোড়া ক্রয় করে অবৈধ মাংস ব্যবসায়ীরা ঢাকায় পাচারের উদ্দেশ্যে কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে ঘোড়াগুলো জবাই করে। মাংস বহনের সময় স্থানীয়রা বিষয়টি দেখে উপজেলা প্রশাসনকে খবর দিলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত ঘোড়ার মাংস মাটিতে গর্ত করে পুঁতে ধ্বংস করা হয়েছে।
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিএ/জেএইচ


