সিরাজগঞ্জের তাঁড়াশ উপজেলায় ঢাকা-নাটোর মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে তাঁড়াশ থানাধীন মান্নাননগর বাজার থেকে প্রায় এক কিলোমিটার নাটোরের দিকে ঢাকা-নাটোর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আরপি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং নাটোর ব-১১-০০২৫) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকার দিক হতে নাটোরগামী একটি কাভার্ডভ্যান (রেজিঃ নং পাবনা ট-১১-০৭৬০) ভুল লেনে চলে গিয়ে বাসটির সামনে মুখোমুখি ধাক্কা দেয়।
এ সময় কাভার্ডভ্যানটির পেছনে থাকা অপর একটি কাভার্ডভ্যান (রেজিঃ নং পাবনা ট-১১-০৪০৬) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন সাধারণ যাত্রী আহত হন।
দুর্ঘটনার ফলে নাটোর থেকে ঢাকামুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও বিপরীত লেন সচল থাকায় বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন মহাসড়ক থেকে অপসারণ করে। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো থানার হেফাজতে নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিএ/জেএইচ


