শিমুল অধিকারী সুমন, চাঁদপুর:
চাঁদপুরে মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় চলাফেরা করা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।
আটককৃত মাদক কারবারি এবং জব্দকৃত গাঁজার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মাদকের ভয়াবহতা রোধে এবং পাচারকারীদের দমনে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। উপকূলীয় এলাকায় মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিএ/জেএইচ


