সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পাটগ্রাম থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন সোহাগপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. দুলাল হোসেন ও সামিম হোসেন, ১ নম্বর ওয়ার্ডের মো. বাধন হোসেন, ধবলসুতী মাষানটারি এলাকার মো. হাসিব হোসেন এবং শ্রীরামপুর ইউনিয়নের আজম হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে পাটগ্রামের বিভিন্ন আবাদি জমি ও নদী তীরবর্তী এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে গ্রামীণ রাস্তাঘাট ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। জনস্বার্থ রক্ষায় পুলিশ এই অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও আবাদি জমির মারাত্মক ক্ষতি হচ্ছে। আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই।”
আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সিএ/জেএইচ


