ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর কবরস্থান এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানকালে বিভিন্ন সংস্থা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার একটি দল বালিয়াডাঙ্গী থানা এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশে বালিয়া পুকুর কবরস্থানে কিছু অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। পরে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
একটি শপিং ব্যাগ থেকে একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অন্য ব্যাগে পাওয়া যায় একটি ৯ এমএম বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা গুলি।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান চলমান থাকবে।
সিএ/জেএইচ


