আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রার অফিসে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ০৬ ডিসেম্বর ২০২৫ দিবাগত গভীর রাতে মাগুরা জেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রার অফিসে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও নথিপত্রের ক্ষয়ক্ষতি হয় এবং জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর ২০২৫ দিবাগত ভোর রাতে মাগুরা সদর থানা ও মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সমন্বয়ে মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মাগুরা নিজনান্দুয়ালি গ্রামের ইমরান শেখের দুই পুত্র রবিন শেখ (১৯) ও রায়হান শেখ (২৩), গ্রেফতারকৃত অপর ব্যাক্তি মাগুরা সদরের নোমানী ময়দান এলাকার শাহিন হাসানের পুত্র মোঃ হাসিবুল হাসান (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটায়।
মাগুরা জেলা পুলিশ জানায়, জনগণের জানমাল ও সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।
উল্লেখ্য, এ ঘটনায় গত ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখে মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
সিএ/জেএইচ


