ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাব্বির হোসেন (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, অভিযুক্ত সাব্বির হোসেনের স্ত্রী আরজিনা খাতুন পেশায় একজন দর্জি। জামা সেলাইয়ের কাজ দিতে ওই শিশু তার কাছে আসে। এ সময় সুযোগ বুঝে সাব্বির হোসেন শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়ির ওয়াশরুমে নিয়ে যায়। সেখানে শিশুটিকে উলঙ্গ করে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে এবং শরীরের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করে বলে অভিযোগ ওঠে।
একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত সাব্বির হোসেনকে হাতেনাতে আটক করে। পরে তাকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিযুক্ত মো. সাব্বির হোসেন (৩২) সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার মৃত খোরশেদ আলমের ছেলে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্তকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


