হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে আনন্দপুর ও কাকাইলছেও গ্রামের লোকজনের মধ্যে হওয়া এই সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, কুমোদপুর গ্রামের বাসিন্দা ও কাকাইলছেও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়া তাঁর ফেসবুক আইডিতে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমানকে নিয়ে একটি পোস্ট দেন। অভিযোগ ওঠে, ওই পোস্টে তিনি স্থানীয় এক বিএনপি নেতাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পোস্টটি নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিবুর রহমান সওদাগরের ভাই ও আনন্দপুর গ্রামের যুবদল কর্মী আল আমিন সওদাগর হান্নান মিয়ার সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার জেরে আজ দুপুরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে গুরুতর আহত হন কুমোদপুর গ্রামের রাসেল মিয়া (৪৫)। তাঁকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
সিএ/এএ


