চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগায় এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তরুণ রিদুয়ানুল হক (১৮) উপজেলার নালারকুল এলাকার আজিজুল হকের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, দিনমজুর হিসেবে কাজ করতেন রিদুয়ানুল। গতকাল বিকেল চারটার দিকে তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আবদুল খালেক শাহ ঘাটা এলাকায় পৌঁছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে পথচারীরা আহতদের উদ্ধার করে উপজেলা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রিদুয়ানুলের মৃত্যু হয়।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল রশিদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় মো. মুকিত নামে আরও এক তরুণ আহত হয়েছেন। তিনি রহমত উল্লাহর ছেলে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, পরিবারের আবেদনের পর রিদুয়ানুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সিএ/এএ


