Friday, December 5, 2025
27 C
Dhaka

জামালপুরে শাখা নদ ভরাট করে বিএনপি নেতার রাস্তা নির্মাণের অভিযোগ

জামালপুর শহরের চালাপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের একটি শাখা ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মূল নদ থেকে উত্তোলন করা বালু সহজে পরিবহন ও বিক্রির সুবিধার্থে এবং চরের বিভিন্ন স্থানে স্থাপনা তৈরির লক্ষ্যে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। ওই পথ দিয়ে বালুবাহী যানবাহন চলাচল করবে বলেও অভিযোগ।

মিজানুর রহমান জামালপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি রাস্তা নির্মাণ কমিটির সভাপতিও।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পাথালিয়া থেকে পুরোনো ফেরিঘাট পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ ব্রহ্মপুত্রের এ শাখাটি মূল নদ থেকে বিচ্ছিন্ন হয়ে শহরসংলগ্ন অংশ তৈরি করেছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২০১৩ সালে ৫১ কোটি টাকা ব্যয়ে শাখা নদের ডান তীরে শহর রক্ষা বাঁধ নির্মাণ করে। পরবর্তীতে ২০২০ সালে যানজট কমাতে শাখা নদঘেঁষে প্রায় পৌনে চার কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। বর্তমান অভিযুক্ত রাস্তা নির্মাণ কাজটি এই সড়কের চালাপাড়া অংশে পাউবোর বাঁধ কেটে বালু ফেলে তৈরি করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগের সরকার আমলেও শাখা নদের বিভিন্ন স্থানে ভরাট ও দখলের ঘটনা ঘটেছে। তমালতলা অংশেও একইভাবে ভরাট করে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। প্রশাসনের সামনে এসব ঘটলেও জেলা সীমানা জটিলতার অজুহাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, শহর রক্ষা বাঁধের রেলিং ভেঙে নদে বালু ফেলা হচ্ছে। দক্ষিণ পাশে শেরপুর জেলার চরপক্ষীমারী এলাকায় ড্রেজার পাইপ বসানো রয়েছে, যেখান থেকে নদ ভরাটের কাজ চলছে। পূর্বে নির্মিত একটি ফুটওভার ব্রিজও ভেঙে ফেলা হয়েছে, যা দিয়ে স্থানীয়রা নিয়মিত যাতায়াত করতেন।

ভরাটের ছবি তুলতে গেলে কাজের সঙ্গে থাকা কয়েকজন বাধা দেন। তাঁদের একজন রফিক মিয়া জানান, চরের মানুষের যাতায়াত সহজ করতেই রাস্তা তৈরি করা হচ্ছে। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি নেতা মিজানুর রহমানসহ আরও কয়েকজন এতে যুক্ত।

চালাপাড়া এলাকার এক নারী অভিযোগ করেন, বাঁধের রেলিং এবং তাঁদের বাড়ির পাশ দিয়ে থাকা পানি নিষ্কাশনের পাইপ ভরাট করে রাস্তা তৈরি করা হচ্ছে। নিষেধ করলেও নির্মাণকাজ বন্ধ হয়নি।

অভিযুক্ত মিজানুর রহমান দাবি করেন, জেলা প্রশাসন ও পাউবোসহ সব দপ্তরের অনুমতি নিয়েই রাস্তা নির্মাণ কাজ চলছে। পানিনিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণ করা হবে বলেও জানান তিনি। তবে রাস্তা নির্মাণের উদ্দেশ্য বালু বেচাকেনা কিনা—এ প্রশ্নের জবাবে তিনি সরাসরি উত্তর দিতে পারেননি।

জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, প্রশাসনের সামনেই বাঁধ ভেঙে ট্রাক দিয়ে মাটি ফেলা হচ্ছে, কিন্তু সীমানা জটিলতার অজুহাতে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না।

পাউবোর জামালপুর নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান বলেন, শাখা নদটি শহরের একমাত্র পানিনিষ্কাশন পথ। সেখানে রাস্তা তৈরি হলে শহরে অভ্যন্তরীণ জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তারা এ বিষয়ে জেলা প্রশাসনকে লিখিত চিঠিও দিয়েছেন।

জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। খবর পাওয়ার পর ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। শেরপুর জেলার অংশে ড্রেজার থাকায় বিষয়টি সেখানে পাঠানো হয়েছে। জামালপুর অংশে কোনোভাবেই রাস্তা নির্মাণ করতে দেওয়া হবে না বলেও তিনি জানান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীকে চোর সন্দেহে গাছে ঝুলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১

সিলেটের কোম্পানীগঞ্জে চুরির অভিযোগে এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণকে গাছে ঝুলিয়ে...

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু, আহত আরও একজন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চাদর উড়ে মুখে লাগায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ...

লাবুশেনের রেকর্ড, অস্ট্রেলিয়ার থামিয়ে দিল ইংল্যান্ডের দুই উইকেট

ব্রিসবেনে অ্যাশেজের দিবা–রাত্রির টেস্টে দ্বিতীয় দিনে দুই সেশনে অস্ট্রেলিয়ার...

ভোট দিতে প্রবাসী নিবন্ধন এক লাখ ৮২ হাজার ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট...

বাকৃবিতে শুরু হলো ‘জাতীয় ভাষা উৎসব–২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘জাতীয়...

১০০ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছাতে পারবেন কোহলি?

আবারও পুরনো ছন্দে ফিরেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।...

আবারও মেসির মুখোমুখি মুলার, বললেন ‘পারফেক্ট ফাইনাল’

এমএলএস কাপের ফাইনাল ঠিক যেমনটি প্রত্যাশা করেছিলেন, ঠিক তেমনই...

২০২৫ সালে প্রতিদিন গড়ে ৫ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি

গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি জানিয়েছে, ২০২৫ সালে তাদের...

রুটের সেঞ্চুরিতে বাঁচলেন হেইডেন, ধন্যবাদ জানালেন হেইডেনের মেয়ে

অ্যাশেজে ইংলিশ ব্যাটসম্যানের সেঞ্চুরি দেখে কোনো অস্ট্রেলিয়ানের খুশি হওয়ার...

পুতিনকে রুশ ভাষায় অনুবাদ করা ‘গীতা’ উপহার দিলেন মোদি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার...

বাংলাদেশি টাকায় আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের কারণে মুদ্রা...

চুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, প্রকাশ হলো আবেদন–যোগ্যতা ও সময়সূচি

প্রকৌশল গুচ্ছ থেকে বের হয়ে দ্বিতীয়বারের মতো এককভাবে স্নাতক...

ছুটির দিনের সকালেও ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’

সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবারও বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায়...
spot_img

আরও পড়ুন

সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীকে চোর সন্দেহে গাছে ঝুলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১

সিলেটের কোম্পানীগঞ্জে চুরির অভিযোগে এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণকে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনার পর আরফান মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁকে...

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু, আহত আরও একজন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চাদর উড়ে মুখে লাগায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাঁর বন্ধু রবিউল আকরাম গুরুতর...

লাবুশেনের রেকর্ড, অস্ট্রেলিয়ার থামিয়ে দিল ইংল্যান্ডের দুই উইকেট

ব্রিসবেনে অ্যাশেজের দিবা–রাত্রির টেস্টে দ্বিতীয় দিনে দুই সেশনে অস্ট্রেলিয়ার রানের গতি কমিয়ে গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ড। প্রথম সেশনে দ্রুত রান তুললেও দ্বিতীয়...

ভোট দিতে প্রবাসী নিবন্ধন এক লাখ ৮২ হাজার ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত বিদেশ থেকে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ৮২ হাজার ১৩০ জন...
spot_img