নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতির কারণে অভিভাবকেরা তালা ভেঙে বার্ষিক পরীক্ষা আয়োজন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে অভিভাবকেরা হাতুড়ি ও ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করে বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সামাজিক বিজ্ঞান বিষয়ের মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু করেন। পরে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালন করছেন। ফলে বেশিরভাগ বিদ্যালয়েই শিক্ষকরা অনুপস্থিত রয়েছেন।
সরেজমিন দেখা যায়, মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকহীন পরিস্থিতিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পরীক্ষা চলছে। অভিভাবকেরাই কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কলাপাড়ার আরও ছয়টি বিদ্যালয়ে—রহমতপুর কেজিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদুরতলী কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসন্তী মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজেন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একইভাবে অভিভাবকেরা পরীক্ষার ব্যবস্থা করেছেন।
মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি নাসিরউদ্দিন আহমেদ বলেন,
‘আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা না করে এমন সময়ে আন্দোলন করা ঠিক হয়নি। শিক্ষকেরা দাবি জানাতে পারেন, তবে বার্ষিক পরীক্ষার সময় তা গ্রহণযোগ্য নয়।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিউলী আক্তার জানান, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৭০২ জন। আজ সকালের শিফটে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১১৪ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। বিকেলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৫৮৮ শিক্ষার্থী পরীক্ষা দেবে। তিনি বলেন, ১৩ জন শিক্ষক অনুপস্থিত থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
ইউএনও কাউছার হামিদ বলেন,
‘শিক্ষকেরা এমন সময়ে বিদ্যালয়ে তালা লাগিয়ে আন্দোলনে গেলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। যারা দায়িত্ব না পালন করে কর্মবিরতি করেছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।’
অভিভাবকের উদ্যোগে পরীক্ষা সম্পন্ন হলেও শিক্ষকদের আন্দোলনে শিক্ষাব্যবস্থার স্বাভাবিকতা ব্যাহত হচ্ছে বলে অভিমত স্থানীয়দের।


