নরসিংদীর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ার টাকা আদায় ও আধিপত্য বিস্তারের জেরে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল, চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে মাইকে ঘোষণার মাধ্যমে দুই দফায় এই সংঘর্ষ ঘটে।
মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন, জিতরামপুর খেয়াঘাটে স্থানীয় শহিদ মেম্বার এবং চাঁন মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে সোমবার ও মঙ্গলবার সকালে দুই দফা সংঘর্ষে ১০ জন আহত হয়। এরপর পুলিশ অতিরিক্ত মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সকালে পুলিশ না থাকার সুযোগে দুই পক্ষ মাইকে ঘোষণা দিয়ে টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে পুলিশি হস্তক্ষেপের ভয়ে অনেক আহত গোপনভাবে বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশের পুনঃমোতায়েনে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
সিএ/এমআরএফ


