রাজশাহীর মতিহার এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমবাগান থেকে মাসুদা পারভিন ওরফে ইভা (১৭) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে নিহতের স্বামী মো. দুর্জয় নিখোঁজ রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইভা নগরীর মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা, তার বাবা ইকবাল হোসেন। ইভা রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় ভাড়া বাসায় স্বামী দুর্জয়ের সঙ্গে থাকতেন। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহটি আবিষ্কার করেন।
মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধারের সময় ইভার মাথায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, স্বামী মো. দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি পলাতক আছেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এবং অপরাধীর পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। এ ঘটনায় মতিহার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিএ/এমআর


