ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মরুভূমির ফল ‘সাম্মাম’ বা রক মেলন চাষ করে সাফল্য অর্জন করেছেন কৃষক মো. মুস্তাকিম সরকার। সুস্বাদু ও মিষ্টি এই ফল বিক্রি করে তিনি প্রায় দ্বিগুণ লাভের আশা করছেন।
মুস্তাকিম সরকারের ‘মায়ের দোয়া বহুমুখী কৃষি প্রকল্প’ নামে ৯ বিঘা জমিতে খামার রয়েছে। এর মধ্যে ১ বিঘা জমিতে আধুনিক মালচিং পদ্ধতিতে সাম্মাম চাষ করা হয়েছে, বাকি ৮ বিঘা জমিতে তরমুজ চাষ করা হয়েছে। তার খামারে হলুদ রঙের সাম্মাম ঝুলছে এবং মাটিতে সবুজ তরমুজ ফুটেছে, যা দেখে আশপাশের গ্রামবাসীরা প্রতিদিন ভিড় করছেন।
কৃষক মুস্তাকিম সরকার জানান, জমি ইজারা, বীজ, সার ও পরিচর্যা খরচ মিলিয়ে তার মোট খরচ প্রায় তিন লাখ টাকা হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি সাম্মাম বিক্রি হচ্ছে ১৬০–১৭০ টাকায়। আবহাওয়া ও বাজারদরের অনুকূলে থাকলে এ চাষ থেকে তিনি ৬ লাখ টাকারও বেশি আয়ের আশা করছেন।
মুস্তাকিম বলেন, “সাম্মাম ফলের রোগবালাই তুলনামূলকভাবে কম এবং গাছে সামান্য সার ও কীটনাশক দিলে যথেষ্ট। কৃষি কর্মকর্তাদের পরামর্শে এবার ফলন ভালো হয়েছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, “মুস্তাকিম একজন উদীয়মান ও আগ্রহী কৃষক। তার সাফল্য অন্য কৃষকদেরও সাম্মাম চাষে উদ্বুদ্ধ করবে।”
সিএ/এমআর