সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় সোমবার (৬ অক্টোবর) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাত ইউনিটের দ্রুত ও সমন্বিত কাজের ফলে আগুনটি বিকেল ২টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা এখনও তদন্তাধীন আছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ১৫ মিনিটে জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে এই কারখানায় আগুনের খবর আসে। প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কারখানার আকার ও লেলিহান আগুনের কারণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বেলা ২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন, যাতে কোনাে লুকানো আগুন বা পুনরায় জ্বলার আশঙ্কা থাকে না।
এছাড়াও তিনি বলেন, আগুন লাগার কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারখানার বৈদ্যুতিক সরঞ্জামের ত্রুটি অথবা তেলের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারখানার কর্মীরা নিরাপদে বের হয়ে গেছেন এবং স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যক্রম নেওয়া হবে।
সিএ/এমআর