সিরাজগঞ্জের তারাশ উপজেলা:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারাশ উপজেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত ভক্ত-দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে মণ্ডপগুলো। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আলো-সজ্জা আর সাংস্কৃতিক পরিবেশনায় এক অনন্য আবহ তৈরি হয়েছে সর্বত্র।
পূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তারাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রতিনিয়ত মাঠে থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
এছাড়াও পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন স্থানীয় বিশিষ্টজনেরা। এসময় সিরাজগঞ্জের তারাশ উপজেলার কৃতি সন্তান ও সদ্য সাবেক সফল সভাপতি সরদার মোঃ আফসার আলী, এবং সদ্য সাবেক সফল সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম টুটুল পূজা মণ্ডপে উপস্থিত হয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের অসুবিধাগুলো শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
উপস্থিত জনসাধারণ জানান, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের এমন আন্তরিকতায় পূজার আনন্দ আরও বৃদ্ধি পেয়েছে। এছাড়া জানা গেছে, সরদার মোঃ আফসার আলী বর্তমানে সিরাজগঞ্জ-৩ (তারাশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনের জাতীয়তাবাদী বিএনপির এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।