রাজধানীর কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়কে আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক শ পোশাকশ্রমিক বকেয়া বেতন–ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় পৌনে তিন ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ইউরোজোন ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেলা তিনটার দিকে হঠাৎ করে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁরা দাবি করেন, কয়েক মাস ধরে তাঁদের বেতন–ভাতা বকেয়া রয়েছে। প্রতিশ্রুতি সত্ত্বেও বারবার বকেয়া পরিশোধে গড়িমসি করায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
এই সময় হঠাৎ সড়ক অবরোধের কারণে উত্তরা, বিমানবন্দর, বনানী ও মহাখালীমুখী যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকে। বহু যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। অনেকে গণপরিবহন না পেয়ে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বকেয়া বেতন–ভাতার দাবিতে কয়েক দিন আগেও ইউরোজোন ফ্যাশনের শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। আজ আবার তারা হঠাৎ করে সড়কে অবস্থান নেন। কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সরে যান।’
পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে রাত পর্যন্ত ওই এলাকায় যানজটের প্রভাব ছিল বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
শ্রমিকেরা জানিয়েছেন, দাবি আদায় না হলে তারা আবারও কর্মসূচিতে নামবেন।