Home বাংলাদেশ জেলা সিসিপিসি বিজনেজ গ্রাজুয়েট অ্যালোমনাই এসোসিয়েশন’ র ইফতার মাহফিল

সিসিপিসি বিজনেজ গ্রাজুয়েট অ্যালোমনাই এসোসিয়েশন’ র ইফতার মাহফিল

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এর বিবিএ গ্রাজুয়েটদের এসোসিয়েশন -- "সিবিজিএ" আয়োজনে ইফতার মাহফিল

0

নাসির উদ্দিন

আজ ২৪মে শুক্রবার অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাসের সাথে শেষ হলো চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এর বিবিএ গ্রাজুয়েটদের প্রাণের এসোসিয়েশন সিবিজিএ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল। সকল গ্রাজুয়েটদের মধ্যে যাতে সম্পর্ক বিরল হয় ও কমিউনিকেশন রক্ষা করা যায় সেই সাথে  সবাই একত্রে মিলিত হয় এই ইফতার মাহফিলের মাধ্যমে। এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের অনার্স শাখার সকল বর্তমান ও অতিতের সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। সেই সাথে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রদ্ধেয় জনাব কর্ণেল আবু নাসের মোহাম্মদ তোহা স্যার, সিসিপিসি অ্যালোমনাই এর সম্মানিত সভাপতি জনাব আরিফ চৌধুরী  ও কলেজের সকল সম্মানিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিবিজিএ এর সম্মানিত সভাপতি আরিফ চৌধুরী। উপদেশ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জনাব তোহা স্যার। অনুষ্ঠানের সফলতা ও আয়োজক কমিটির উপর সন্তোষ প্রকাশ করে বক্তব্য দেন জনাব মিয়া মো. ইউছুফ চৌধুরী স্যার ও জনাবা রাশেদা আক্তার ম্যাম।

অনুষ্ঠানে সন্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার তার বক্তব্যে আন্তরিকতা প্রকাশ করে ভবিষ্যতে এই এসোসিয়েশনকে সকল কাজে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ কলেজের সম্মানিত ধর্মীয় শিক্ষক জনাব এ এস এম আহাসান এর করা দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version