সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শিলংদহ গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক নারী (২৮)। বুধবার (৩০ জুলাই) রাত ৮টা পর্যন্ত তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে তাড়াশ পৌর শহরের একটি গার্মেন্টসের দোকানদার রুহুল আমিনের (২৯) সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কেও জড়ান রুহুল।
সম্প্রতি রুহুল আমিন সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন। পরে বিয়ের দাবিতে তার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ওই নারী। তবে প্রেমিকার আগমনের খবর পেয়ে রুহুল আমিন বাড়ি ছেড়ে পালিয়ে যান। তার মোবাইল ফোনও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রুহুলের বাবা মজিবর রহমান বলেন, “আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মেয়েটির আগেও বিয়ে হয়েছিল। এসব তার সাজানো নাটক।”
তবে স্থানীয়রা জানিয়েছেন, রুহুল ও ওই নারীর মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল এবং এর আগেও তিনি একবার রুহুলের বাড়িতে অবস্থান করেছিলেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।