ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুর (৪৫) নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
তথ্য অনুযায়ী, গত ৪ জানুয়ারি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। কারাবন্দির মৃত্যুর পর হাসপাতাল ও কারাগারে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ঘটনার প্রেক্ষিতে তদন্ত চলছে।
সিএ/এএ


