ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর ফার্মগেট এলাকায় স্টার হোটেলের সামনে এই হামলার ঘটনা ঘটেছে।
ঘটনার সময় আরও একজন ব্যক্তি, আনোয়ার হোসেন, গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, ‘স্টার কাবাবের পাশে ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদেরকে দ্রুত বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।’
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আসামিদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, ঘটনাস্থল এলাকায় রাতের সময় সাধারণত কম মানুষের আনাগোনা থাকে, যা হামলাকারীদের জন্য সুবিধাজনক হতে পারে।
সিএ/এএ


