ঢাকার কেরানীগঞ্জ এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক নারী কারারক্ষী। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
বুধবার ভোরে ঢাকা–মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদনগর আন্ডারপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী কারারক্ষীর নাম সাথী আক্তার (৩০)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত।
সাথী আক্তার জানান, সকাল আনুমানিক সোয়া ছয়টার দিকে তিনি সিএনজিচালিত অটোরিকশায় রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি এক নারী আসামির নিরাপত্তার দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন। অটোরিকশাটি মুজাহিদনগর আন্ডারপাস এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন ছিনতাইকারী সেটির গতি রোধ করে।
ছিনতাইকারীরা অস্ত্র দেখিয়ে তাঁর গলায় থাকা সোনার চেইন, এক জোড়া কানের দুল, একটি মুঠোফোন এবং ভ্যানিটি ব্যাগে রাখা প্রায় পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে কারাগারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন সাথী আক্তার। পাশাপাশি তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সিএ/এসএ


