রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে মুঠোফোন ব্যবসায়ীরা এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের একমাত্র দাবি—ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ।
ব্যবসায়ীরা প্রথমে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ ও মুঠোফোন উন্মুক্ত আমদানির দাবিতে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সড়ক অবরোধ করেন। এরপর তাঁরা সড়কে টায়ার ও কাঠের ফালিতে আগুন ধরিয়ে বিক্ষোভে আরও উত্তেজনা ছড়ান। এতে একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
হঠাৎ অবরোধে সার্ক ফোয়ারা মোড় হয়ে তেজগাঁও, ফার্মগেট, বাংলামোটরসহ চারদিকের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে অফিসফেরত মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী জানান, ব্যবসায়ীদের অবরোধের কারণে পুরো এলাকায় যান চলাচল থেমে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।
ব্যবসায়ীদের দাবি, এনইআইআর বাস্তবায়িত হলে লাখ লাখ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, বাজারে একচেটিয়া সিন্ডিকেট তৈরি হবে এবং গ্রাহকদের বাড়তি দামের মোবাইল কিনতে হবে। বিশেষ একটি গোষ্ঠী লাভবান হলেও সাধারণ ব্যবসায়ীরা পড়ে যাবেন বিপাকে।
বিটিআরসি ঘোষণা দিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু করা হবে। বৈধ পথে আমদানির শুল্কহার কমানোর পাশাপাশি প্রবাসীদের ফোন আনায় বিশেষ সুবিধাও দেওয়া হবে।
সরকার বলছে, এনইআইআরের মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মুঠোফোন নিবন্ধনের আওতায় আসবে। এতে অবৈধভাবে আনা ডিভাইস ব্যবহার করা যাবে না।
সিএ/এএ


