রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের কাছাকাছি পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে র্যাব-২ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক সামগ্রী উদ্ধার করে।
র্যাবের প্রাথমিক ধারণা অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহ যে লকডাউন ডেকেছে তা নিয়ে ১৩ নভেম্বরের জন্য নিষ্ক্রিয় কর্মসূচি কেন্দ্র করে দুর্বৃত্তরা মোহাম্মদপুরের তিনরাস্তাসহ আশপাশের বিভিন্ন স্থানে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এসব বোমা ও ককটেল মজুদ করে রেখেছিল। উদ্ধার শেষে এসব বোমা ও ককটেল র্যাব সদর দফতরের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এসব পেট্রোল বোমা-ককটেল স্থানীয় লোকজনের অজান্তেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলা ছিল এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা ও আলামত বিশ্লেষণের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত পরিচালনা করা হচ্ছে। র্যাব-২ জানিয়েছে, এলাকায় টহল জোরদার করা হবে এবং কেউ আইনি শাসন অমান্য করে নাশকতার সক্রিয় প্রস্তুতি গ্রহণ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উদ্ধার ও নিষ্ক্রিয়করণ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জেনে নগরবাসীকে সমন্বিতভাবে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। র্যাবের ব্যাখ্যা অনুযায়ী দ্রুত তদন্ত শেষে তৎপরতার পরবর্তী ধাপ সম্পর্কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএ/এমআরএফ


