রাজধানীর মোহাম্মদপুরে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভোলার বোরহান উদ্দিন উপজেলার ৯ নম্বর দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় জনতার সহায়তায় আব্দুর রহমানকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুর রহমান ভোলার বোরহান উদ্দিনের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে স্থানীয় মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজধানীতে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য তিনি এসব বিস্ফোরক সামগ্রী বহন করছিলেন। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং সম্প্রতি রাজধানীতে আসা-যাওয়া করছিলেন। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ অতিরিক্ত টহল জোরদার করে।
সিএ/এমআরএফ


