রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হলেও তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, বেলা ১১টার দিকে কে বা কারা ওই ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায়। পরে ন্যাশনাল মেডিকেল কলেজের এক স্টাফ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, “এমন একটি ঘটনার খবর পেয়েছি, তবে ঘটনাস্থল আমাদের থানার আওতায় নয়, সেটি সূত্রাপুর থানার এলাকায়।”
এ ঘটনায় সূত্রাপুর থানার কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। প্রাথমিকভাবে এটি লক্ষ্যভিত্তিক হামলা নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বলছে, পরিচয় শনাক্তের পর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে।
সূত্র: ঢাকা মেইল
সিএ/এমআরএফ


